হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
মোহাম্মাদিয়া ট্রাস্ট
মিরপুর ১১ ব্লক ই রোড ১২
(শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান)
সম্পাদক
নিউজ 24
ঢাকা, বাংলাদেশ
বিষয়: শিয়া মুসলিমদের আশুরা ভিত্তিক আচার-অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদনের তীব্র প্রতিবাদ।
মাননীয় সম্পাদক,
মোহাম্মাদিয়া ট্রাস্ট-এর পক্ষ থেকে নিউজ 24-এ সম্প্রচারিত একটি প্রতিবেদনের প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবেদনে “তালায় ইবনে রেযা” নামধারী এক ব্যক্তি তথাকথিত “সুন্নি উলামাদের” বরাত দিয়ে শিয়া মুসলিমদের মহররম মাস ও আশুরা ভিত্তিক আচার-অনুষ্ঠান, যেমন শোক পালন, তাজিয়া মিছিল, মাতম, ‘হায় হোসেন’ ধ্বনি এবং কালো বা সবুজ পোশাক পরিধানকে ‘বিদআত’ ও ‘শিরক’ হিসেবে উপস্থাপন করেছেন।
এই বক্তব্য শুধুমাত্র বিভ্রান্তিকরই নয়, বরং বাংলাদেশের সংবিধানের আলোকে সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের উপর সরাসরি আঘাত। মহররম ও আশুরা আমাদের জন্য গভীর শোক ও স্মৃতির পবিত্র সময়, যেখানে ইমাম হুসেন (আ.) ও তাঁদের পরিবার-পরিজনের আত্মত্যাগ স্মরণে মাতম, তাজিয়া, কালো পোশাকসহ অন্যান্য আচার-অনুষ্ঠান পালন করা হয়। এগুলো আমাদের ধর্মীয় বিশ্বাস ও শতাব্দী প্রাচীন ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
আমাদের স্পষ্ট দৃষ্টিভঙ্গি:
১. মহররম মাসে শোক পালন ও মাতম কুরআন, হাদীস ও আহলে বাইতের শিক্ষার প্রতিফলন ও বৈধ ইবাদত।
২. তাজিয়া মিছিল শোক প্রকাশের একটি প্রতীকী রূপ।
৩. ‘হায় হোসেন’ ধ্বনি ইমাম হুসেন (আ.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।
৪. কালো পোশাক শোকের একটি সর্বজনস্বীকৃত সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীক।
এই ধরনের বিভ্রান্তিকর ও উস্কানিমূলক প্রতিবেদন শুধুমাত্র সম্প্রদায়িক বিভাজন ও উত্তেজনা সৃষ্টি করে, যা সামাজিক সুস্থিরতার জন্য ক্ষতিকর। আমরা বিশ্বাস করি, একটি জাতীয় গণমাধ্যম হিসেবে নিউজ 24 এর দায়িত্ব সকল সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শন করা এবং সত্য তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন।
অতএব, আমরা জরুরি ভিত্তিতে নিচের দাবি জানাচ্ছি:
১. বিভ্রান্তিকর প্রতিবেদনটি অবিলম্বে প্রত্যাহার করা হোক।
২. শিয়া মুসলিম সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধাস্বরূপ আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা প্রকাশ করা হোক।
৩. ভবিষ্যতে ধর্মীয় বিষয়বস্তু প্রচারের ক্ষেত্রে যথাযথ উৎস থেকে যাচাই বাছাই করে সংবাদ পরিবেশন করা হোক।
আমরা আশা করি, আপনি বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ধন্যবাদান্তে,
সৈয়দ ইকবাল রিজভী
সভাপতি
মোহাম্মাদিয়া ট্রাস্ট
মিরপুর ১১ ব্লক ই রোড ১২
আপনার কমেন্ট